Latest News

Insight of Recent Activities

বাংলা নববর্ষ - ১৪৩২ উদ্‌যাপন
বাংলা নববর্ষ - ১৪৩২ উদ্‌যাপন

আজ ইং ১৪ই এপ্রিল ২০২৫/ বাংলা ১লা বৈশাখ ১৪৩২ অরোরা স্কিন এ্যান্ড এয়েস্থেটিক এর সকল কর্মকর্তা, কর্মচারী এবং সন্মানিত অতিথি বৃন্দের উপস্থিতিতে বাংলা বর্ষবরণ উৎসব উদযাপিত হয়।
পুরাতনকে ভুলে নতুনকে আহ্বান জানিয়ে বাংলা নব বর্ষকে বরণের মাধ্যমে, আনন্দে মুখরিত হয়ে উঠে অরোরা স্কিন এ্যান্ড এয়েস্থেটিক এর সকল পরিবারবৃন্দ। উপস্থিত সকলেই উপভোগ করেন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক গান সানন্দে এবং আনন্দে সবাই কণ্ঠ মিলিয়ে একাত্মতা প্রকাশ করেন। এই উৎসব ছিল কৃতজ্ঞতা প্রকাশের এক আন্তরিক প্রয়াস, আমাদের সমৃদ্ধ সংস্কৃতির প্রতি শ্রদ্ধা এবং একসঙ্গে নতুন বছর শুরুর এক সুন্দর সূচনা। সকলের উপস্থিতি, ভালোবাসা ও সক্রিয় অংশগ্রহনে এই উৎসব আরও প্রনবন্ত হয়ে ওঠে।

 

শুভ নববর্ষ!