অতিরিক্ত হাত-পা ঘামের জন্য কিছু প্রশ্ন ও করনীয়
অতিরিক্ত হাত বা পা ঘামা ডাক্তারি মতে প্লাম বা প্লান্টার হাইপারহাইড্রেসিস নামে পরিচিত: এটা কোন আঘাত, বিশেষ ধরনের খাওয়া বা কোন ইনফেকশনের জন্য হয় না। ইমোশনাল ইসটিমূলাই যেমন: টেনশন ব্যাথা, উদ্বিগ্নতা বা ভয়ের নির্দিষ্ট কোনো কারন এখনও জানা যায় নি। নিকোটিন বা ক্যাফিন জাতীয় পদার্থ এর প্রকোপতা বাড়ায়।
এই রোগ সবারই হতে পারে। চীন ইসরাইলে এর সংখ্যা বেশি। সব বয়সেই হয়। সাধারণত শিশুকালে শুরু হয় এবং বয়সন্দিকালে বৃদ্ধি পায়। এটা কোন ছোয়াচে রোগ নয় অতিরিক্ত ঘামের ফলে আক্রান্ত স্থানে ব্যাকটেরিয়া বা ফাংগাস ইনফেকশনের সম্ভাবনা থাকে এবং কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হয়।
চিকিৎসা পদ্ধতি:
+ এলুমিনিয়াম ক্লোরাইড হেক্রাহাইড্রেট লোসান হাতে ও পায়ে আক্রান্ত স্থানে ব্যবহার করা।
+ আইনোট্রোফোরোসিস- একটি ইলেকট্রিক মেশিন দ্বারা হাত ও পায়ের আক্রান্ত স্থানে ২০ মিনিট করে দৈনিক একবার তাপ বা স্যাক দিলে হাত/ পা ঘাম মুক্ত থাকে।
+ বটোলিয়াম টংসিন ইনজেকশন হাত পায়ের আক্রান্ত স্থানে দিতে হয়। সম্পূর্ণ নতুন এই পদ্ধতি, উন্নত বিশ্বে এর ব্যবহার হচ্ছে এর ফলে ৫-৬ মাস ভাল ফল পাওয়া যায়, ব্যায় সাপেক্ষ।
+ সিম্পেথেকটমি বা বিশেষ অপরেশন (পিঠের মেরুদন্ডের হাড়ের বিশেষ নার্ভ এর অপারেশন) এখনও বাংলাদেশ করা হয় না।
+ এই রোগের জন্য খাওয়ার ঔষধ খেলে কিছুটা ফল পাওয়া যায় তবে পার্শ্বপ্রতিক্রিয়া বেশি ও বেশি দিন খাওয়া প্রয়োজন ফলে এর ব্যবহার কম।
প্রশ্ন: এই রোগের কারণ কি?
উওর: এর প্রকৃত কারণ জানা যায় নি, তবে বংশক্রমে হতে পারে এবং ইমোশনাল ইসটিমুলাই এর প্রভাবে হাতের ও পায়ের ঘামের গ্রন্থিগুলো বেশি কাজ করে।
প্রশ্ন: এই রোগের জন্য কি ক্ষতি হতে পারে?
উওর: কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে অতিরিক্ত হাত/পা ঘামার কিছুটা সমস্যা ছাড়া তেমন বিশেষ ক্ষতি করে না।
প্রশ্ন: কাদের এই রোগ হতে পারে?
উওর: সবারই এই রোগ হতে পারে। কোন নির্দিষ্ট কারণ এখনও জানা যায় নি। ইসরাইল ও চীনে এই রোগের প্রভাব বেশী।
প্রশ্ন: এই রোগের কোনো স্থায়ী চিকিৎসা আছে কিনা?
উওর: হাত ঘামার জন্য অপরেশন পদ্ধতিতে স্থায়ী চিকিৎসা করা যেতে পারে। এই অপারেশনকে এনডোসকপিক থোরাসিক সিম্পেথেকটমি বলা হয়। বাংলাদেশে এখনও প্রচলন হয়নি তবে সিঙ্গাপুরে নিউরোসার্জনরা এই চিকিৎসা করে থাকে।
প্রশ্ন: বাংলাদেশের পরিস্থিতিতে কোন চিকিৎসা ভালো?
উওর: আমাদের দেশে সাধারণত আক্রান্ত স্থানে লাগানোর লোসন ও আইনোফোরোসিস দ্বারা চিকিৎসা করা হয়। এতে রোগীরা উপকৃত হয়। ইনজেকশন দ্বারা যে চিকিৎসা পদ্বতি শুরু হয়েছে এটা ব্যায় সাপেক্ষ এবং ফলও ৫-৬ মাসের বেশী স্থায়ী থাকে না।