Aurora Health Tips

Expert advise from Aurora Specialist

হেয়ার ট্রান্সপ্লান্ট কি?

হেয়ার ট্রান্সপ্লান্ট কি?

হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুল প্রতিস্থাপন একটি সার্জিক্যাল প্রক্রিয়া, এই পদ্ধতিতে ডোনার এরিয়া অর্থাৎ মাথার পিছনের বা দুপাশ থেকে মোটরের মাধ্যমে হেয়ার ফলিকিউল একটি একটি করে তুলে এনে চুলবিহীন অংশে প্রতিস্থাপন করা হয়। হেয়ার ট্রান্সপ্লান্ট নারী-পুরুষ উভয়ই করতে পারেন। যেসব রোগীগণ বংশগত টাকের সমস্যায় ভুগছেন তাদের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট একটি যুগান্তকারী চিকিৎসা। হেয়ার ট্রান্সপ্লান্ট নিরাপদ, স্থায়ী ও সাশ্রয়ী চিকিৎসা।


হেয়ার ট্রান্সপ্লান্টের প্রধানত দুটি পদ্ধতি রয়েছে:
১. ফলিকিউলার ইউনিট ট্রান্সপ্লান্টেশন (FUT)
এটি সবচেয়ে পুরানো পদ্ধতি, এই পদ্ধতিতে মাথার পিছনের অংশ থেকে চামড়া কেটে এনে টাক অঞ্চলে সেলাই করে বসিয়ে দেয়া হয়। এ পদ্ধতি বর্তমানে খুবই কম ব্যবহার করা হয় কারন এ পদ্ধতিতে সাকসেস রেট বেশী নয় ও ইনফেকশন হওয়ার সম্ভাবনাও বেশী।


২. ফলিকিউলার ইউনিট এক্সট্রাকশন (FUE)
এটি একটি জনপ্রিয় পদ্ধতি, এই পদ্ধতিতে মাথার পিছন থেকে মোটর দিয়ে চুল এনে টাক অঞ্চলে গর্ত করে চুল বসিয়ে দেয়। এই পদ্ধতিতে সাকসেস রেট বেশী ও ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম।


বর্তমানে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জনদের সবচেয়ে পচ্ছন্দের পদ্ধতি হচ্ছে মোডিফাইড FUE হেয়ার ট্রান্সপ্লান্ট।
কি এই মোডিফাইড FUEহেয়ার ট্রান্সপ্লান্ট?
মোডিফাইড FUEহেয়ার ট্রান্সপ্লান্ট মূলত FUE এর সংস্করন, এই পদ্ধতিতে FUE এর মতো মোটর দিয়ে একটি করে চুলের গোড়া (ফলিকিউল) তুলে একটি বিশেষ পেনের মাধ্যমে টাক অঞ্চলে ইমপ্লান্ট করে দেয়া হয়। আগে থেকে গর্ত না করার কারনে ইনফেকশনের সম্ভাবনা নেই বললেই চলে।


কেন মোডিফাইড FUE হেয়ার ট্রান্সপ্লান্ট?
মোডিফাইড FUE হেয়ার ট্রান্সপ্লান্ট পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা হলো এই পদ্ধতিতে প্রতিটি ফলিকিউলের কার্যকরিতা অক্ষুন্ন থাকে, যার ফলে এই পদ্ধতিতে রেজাল্ট অত্যন্ত ভালো হয় । এই পদ্ধতিতে রোগীর ন্যাচারাল আউটলুক আসে। তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং ব্যাথা সহনীয়।