মুখের হারানো সৌন্দর্য ফিরে পেতে PRP চিকিৎসা
মানুষের রক্তে রয়েছে রোগের সমাধান, এ চিন্তা থেকে আবিষ্কৃত হয়েছে PRP থেরাপি চুলের চিকিৎসার পাশাপাশি ত্বক ও মুখের বিভিন্ন রোগের চিকিৎসা এবং সৌন্দর্য বর্ধনে আধুনিক চিকিৎসায় PRP থেরাপি অতান্ত্য কার্যকর একটি পদ্ধতি।
PRP থেরাপি কি?
PRP Platelet Rich Plasma যা রক্তের বিশেষ অণুচক্রিকা সমৃদ্ধ রক্তরস।এতে যেসব গ্রোথফেক্টর থাকে তা মুখের হৃত বা সৌন্দর্য পূনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
ত্বকের কি ধরণের সমস্যায় PRP নেবেন?
ওজন বৃদ্ধির কারনে বা গর্ভকালিন ত্বকের ফাটা দাগ,ব্রনের গর্ত,মুখের বলিরেখা, ঘনঘন ফেশিয়াল করায় মুখের অনাকাঙ্ক্ষিত ভাজ পড়া, রোদে পোড়া এবং নিয়মিত ত্বকের পরিচর্যা না করায় অল্প বয়সেই মুখে বার্ধক্য এর ছাপ ফেলে দেয়। এসব অসংগতি দূর করে ত্বক ও মুখের সৌন্দর্য ফিরিয়ে আনতে PRP থেরাপি আধুনিক এবং জনপ্রিয় একটি চিকিৎসা।
PRP প্রক্রিয়া :
রোগীকে PRP থেরাপি দেওয়ার পূর্বে প্রয়োজনীয় স্থানে জীবানুমুক্ত করে লোকাল অবশকারী ক্রিম লাগানো হয় এর পর সাবধানোতার সাথে নির্দিষ্ট স্থানে PRP প্রদান করা হয়।সাধারণত কোনো ধরণের পাশ্বপ্রতিক্রিয়া বা আসুবিধা হয় না।কিছুখন পরে রোগী বাসায় চলেযেতে পারবেন।PRP বিশেষ কোনো বয়স নেই তবে ২০ থেকে ৪০ বছর বয়সে এর ফলাফল ভালো পাওয়া যায়।পুরুষ বা মহিলা সকলের ত্বকের চিকিৎসায় এ পদ্ধতি ব্যবহৃত হয়।