Aurora Health Tips

Expert advise from Aurora Specialist

চুলের সমস্যা - এলপেসিয়া এরিয়েটা

চুলের সমস্যা - এলপেসিয়া এরিয়েটা

এলপেসিয়া এরিয়েটা  কি?
এলপেসিয়া এরিয়েটা  চুলপড়ার একটি সমস্যা যা প্রায় আমরা পেয়ে থাকি।
মাথার এক বা একাধিক জায়গায় সম্পূর্ণ চুল পরে যায়। এটি ভ্রূ, মোচ ও দাড়িতে হতে পারে।


এলপেসিয়া এরিয়েটা  কাদের বেশি হয়?
এটা সাধারনত বাচ্চাদের বেশি দেখা যায়। তাদের বাবা মায়েরা এসে বলে রাতে ভাল ছিল। সকালে দেখে মাথার কিছু অংশে চুল নাই।
তবে চুলের এই সমস্যা বড়দেরও হতে পারে।


এলপেসিয়া এরিয়েটা কেন  হয়?
এই রোগের সঠিক কারন জানা যায়নি। তবে ধারনা করা হয় অটো ইমিউন কারনে এটা হতে পারে।


এলপেসিয়া এরিয়েটা লক্ষণ কি?
রোগীরা  বা তাদের বাবা মায়েরা এসে বলে ২-১ দিন হল মাথার একটি অংশে বা কয়েকটি অংশে চুল পড়ে গিয়েছে।
কোন চুলকানি বা অন্য কোন অসুবিধা নেই।


এলপেসিয়া এরিয়েটা রোগ কিভাবে নির্ণয় করা হয়?
ট্রাইকো স্কোপ  নামক একটি মেশিনের সাহায্যে পরীক্ষা করে এটা নিশ্চিত করা যায়, অনেক সময় স্কিন বায়প্সি করে এটা নিশ্চিত করা যায়।


এলপেসিয়া এরিয়েটা রোগের চিকিৎসা কি?
এই রোগ ভাল হতে সময় লাগে,এটা রুগী /রুগীর লোককে ভাল করে বুঝাতে হবে।
+ মেডিকেল চিকিৎসা – টেক্রোলিমাস অয়েন্টমেন্ট
+ প্রসিডিউর – পি আর পি, ক্রায়ো, আই এল।