ব্রন ও তার প্রতিকার
ব্র্রন বা একনে বলতে আমরা কি বুঝি?
Acne Vulgaris বা ব্রন একটি দীর্ঘমেয়াদী চর্মরোগ। এটি সাধারনত বয়:সন্ধিকালে ছেলে বা মেয়ে উভয়ই আক্রান্ত হয়। ব্রন সাধারনত মুখমন্ডল, বুক ও পিঠের উপরের অংশে দেখা যায়।
ব্রন হওয়ার উল্লেখ্য কারন হচ্ছে :-
১. জেনেটিক: কিছু কারনে ব্রন হওয়ার উল্লেখ্য ভূমিকা রয়েছে।
২. হরমোন: বয়:সন্ধিকালে মাত্রাতিরিক্ত হরমোন নি:স্বরনে অতিরিক্ত সিরাম তৈরি হওয়া।
৩. মানসিক দুশ্চিন্তা: মানসিক চাপ থেকে হতে পারে ব্রন।
৪.ব্রকটেরিয়া সংক্রামন: ব্রকটেরিয়া সংক্রামনেও ব্রন হয়।
৫. রোগের করানে: কিছু রোগের কারেনও ব্রন হয় যেমন: সোরিয়াসিস।
৬. কসমেটিক : অযাচিতভাবে বিভিন্ন কসমেটিকস ও স্টরয়েড যাতীয় ঔষধ ব্যবহারেও ব্রন হয়।
ব্রন দেখতে কেমন হয়?
- এটি বিশেষত লালচে দানা বা ফুসকুরি নিয়ে উঠে যাকে প্যাপুল নডিউল বলা হয় এবং কিছু পুজযুক্ত দানা ও হতে পারে যাকে পাস্তিউল বলা হয়, সাথৈ তৈলাক্ত ত্বক, ব্রন পরবর্তী ক্ষত ও দাগ হতে পারে।
- আমরা কারন জানার জন্য কিছু পরীক্ষা করতে পারি। যেমন:- হরমোন ( টেসটসটেরন, FSH, LH Prolactin)
- PCO’s নির্ণয় করার জন্য – পেটের আলট্রাসনোগ্রাম করে থাকি।
চিকিৎসা:
অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ব্রনের তীব্রতা অনুযায়ী বিভিন্ন ধরনের ঔষধ দিয়ে থাকি। যেমন: মুখে ও ত্বকে লাগানোর এন্টিবায়োটিক, ইরাইথ্রমাইসিন, ক্লিনডামাইসিন, রেটিনয়িক এসিড ইত্যাদি।